বিদ্যুৎহীন ১০ হাজার বাড়ি, নেপথ্যে এক সাপ!

সাপ

জুমবাংলা ডেস্ক: সবার অজান্তেই বিদ্যুতের সাবস্টেশনে ঢুকে পড়েছিল এক সাপ। আর সেখানে যন্ত্রের মধ্যে ঢুকে নিজেও মরেছে পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবারকে করেছে বিদ্যুৎহীন। জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরে ঘটেছে এই ঘটনা।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন দুপুর ২টা ১০মিনিটে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে অনুসন্ধানকারীরা দেখেন, বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকে বসে আছে।
সাপ
কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় একজন নাপিত জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দ্রুত দোকান বন্ধ করতে হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন ঘটনা শুনে স্থানীয়রা অবাক হয়েছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, একটি সাপ কত সহজে শহরের বিদ্যুৎসেবা অচল করে দিতে পারে।

শহরটির একজন বাসিন্দা বলেন, বজ্রপাত হলেও একটি কথা ছিল তাই বলে সাপ? আরও ভালো ব্যবস্থা হওয়া উচিত।

তুমি ভুল অর্ডার, আজ পর্যন্ত রিফান্ডের অপেক্ষায়; ছেলেকে বললেন বাবা