জুমবাংলা ডেস্ক : ভুল আসামি হয়ে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে থাকা মো. আরমানকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া, মো. আরমানকে আসামি করায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম এ রায় দেন। রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চার বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন। এই মামলার মূল আসামি মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারি। কিন্তু এই পরিচয় নিয়ে তার পরিবর্তে সাজাভোগ করছেন আরমান।
হাইকোর্টে দাখিল করা রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও পল্লবী থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিটের শুনানি শেষে ২০১৯ সালের ২৩ এপ্রিল ভুল আসামি হয়ে প্রায় ৪ বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মো. আরমানকে কেন মুক্তি দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে নির্দোষ আরমানকে কারাগারে রাখায় কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।