নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় উপজেলার বিভিন্ন দফর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছর রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উপশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ২ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক কৃষকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বোরো ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
এছাড়া, একই অর্থবছর রবি মৌসুমে বোরো হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ২ হাজার কৃষককের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।