Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ইমার্জিং দল এবং শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান।
বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ভালো ছিল না। মাত্র ১২ রানেই ওপেনার নাইমকে হারায় বাংলাদেশ। এরপর আরেক ওপেনার সাইফ হাসান ও নাজমুল ইসলাম শান্ত মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করে। দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়েন।
তবে সাইফ ১৮ রান করে আউট হওয়ার পর ভাঙে এই জুটি। সাইফের বিদায়ের পরপরই আবার আউট হয়ে যান ইয়াসির আলী। মাত্র ৪ রান করেন তিনি।
এখন শান্তর সাথে ব্যাটিংয়ে আছেন আফিফ হোসেন। সেঞ্চুরির পথে টাইগার শান্ত, ৭৩ রান করে অপরাজিত আছেন তিনি। সাথে ১০ রানে ব্যাটিং করছেন আফিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।