জুমবাংলা ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি।
আজ শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হয়। ডালিয়ায় পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৫ গ্রামে পানি প্রবেশ করে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,’পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়সিংহেশর গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় ওই দুই গ্রামের মানুষ আতঙ্কের হয়ে পরে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে পানি কমতে শুরু করায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে।‘
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপদসীমা অতিক্রম করে। সকাল ৬টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার এবং বেলা ১২টায় বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। সকালে বিপদসীমা অতিক্রম করলেও বেলা ১২টা থেকে বিপদসীমা বরাবর চলে আসে। পানি আরও কমে দুপুরের পর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।