জুমবাংলা ডেস্ক: তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট, নীলফামারী এবং রংপুরে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
আজ (২০ অক্টোবর) ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় ৫০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইচগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজান থেকে পানি যেভাবে ধেয়ে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরও বৃদ্ধি পাবে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।