বিনোদন ডেস্ক : বিপাশা বসু বলিউডে প্রায় দুই দশক থেকে অভিনয় করে চলেছেন। কিন্তু গত কিছু সময় ধরে তিনি সিনেমা থেকে দূরে রয়েছেন। সম্প্রতি বিপাশা বসুর নিজের ক্যারিয়ারের বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তিনি খুব দ্রুতি অভিনয়ে ফিরবেন। বিপাশা এটাও জানিয়েছেন তিনি কেন সিনেমা থেকে দূরে ছিলেন।
বিপাশা বলেন, গত কিছু বছর আমি অলস হয়ে গেছি। তাই কাজ করতে পারছিলাম না। কিন্তু এ বছরই কাজে ফেরতে চাই আমি। আমি কিছু ইন্টারেস্টিং কাজ করতে চাই।
অভিনেত্রী জানিয়েছেন, করো না নিয়েও চিন্তিত ছিলেন। তাই বাড়তি সচেতনতা অবলম্বন করেছেন। তিনি বলেন, তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন আমি ধীরে ধীরে কাজে ফিরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।