স্পোর্টস ডেস্ক : চলতি বঙ্গবন্ধু বিপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই রংপুর রেঞ্জার্স। ৩ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে তারা। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলছে তারা। এই ম্যাচেও ভালো অবস্থায় নেই তারা।
এবার এই রংপুরকে উদ্ধার করতে আসছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। আগামী ২৬ ডিসেম্বর তিনি আসবেন এবং ঢাকা পর্ব থেকে তিনি বিপিএলে যোগ দিবেন বলেই জানিয়েছেন রংপুরের অন্যতম টিম ডিরেক্টর আকরাম খান।
পুরো বিপিএলেই রংপুরের জার্সিতে খেলবেন বলেই জানা গেছে। এর আগে শোনা যাচ্ছিল ওয়াটসন খুলনা টাইগার্সের হয়ে খেলবেন। এ ব্যাপারে খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘গুঞ্জন সত্য নয়। ওয়াটসন খুলনায় আসতেছে না। আমরা আপাতত কোনো খেলোয়াড় আর নিচ্ছি না। তবে ওয়াটসন আসবেন।’
তিনি আরো বলেন, ‘খুলনায় নয়, তিনি আসতেছেন সিরাজ ভাইয়ের দলের হয়ে খেলার জন্য (বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজের রংপুর রেঞ্জার্সে)।’
ওয়াটসনের ব্যাপারে আকরাম খান বলেন, ‘২৬ তারিখ ঢাকায় আসবেন ওয়াটসন এবং এরপরের সবগুলো ম্যাচই খেলবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।