চমক দেখালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নতুন আসরকে সামনে রেখে চুক্তিবদ্ধ করেছে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারকে। তিনি ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেসবুকে ঢাকা ক্যাপিটালসের পেজে শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, ‘গতি আর কৌশলের মিলন। আমাদের পরামর্শদাতা—শোয়েব আখতার। গর্জন শুরু হোক!’
এর আগে, গতকাল ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজে শোয়েবকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। এক ছাঁয়ামানবের ছবি পোস্ট করে লিখেছিল–পলক ফেলবেন না। আগামীকাল দুপুর ২টায় বড় কিছু প্রকাশ হতে যাচ্ছে! এই পোস্টের পর শুরু জল্পনা-কল্পনার। সেই রহস্যের জট খুললো আজ।
৫০ বছর বয়সী শোয়েব এই প্রথম বিপিএলে কাজ করতে আসছেন। এর আগে ২০১০ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছেন তিনি।
সর্বকালের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবেই খ্যাতি শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বলটি এই পাকিস্তানি ফাস্ট বোলারই করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২২৪ ম্যাচ খেলে ৩৪৪ উইকেট শিকার করেছোবধায়
নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!
এর আগে, ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল (১৯ নভেম্বর) ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা। বিশ্বজুড়ে ২৫টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ইংল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটারের ঝুলিতে আছে বিশ্বকাপের শিরোপাও। এবারের বিপিএলের অন্যতম বড় তারকা হতে যাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



