স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনালে উঠলো বরিশাল।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার এ লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলে ফরচুন বরিশাল। বরিশালের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে কুমিল্লা। ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে লিটন দাস। এছাড়া মঈন আলী ২২, ডুপলেসিস ২১ ও মাহমুদুল ২০ রান করেন। আর ফরচুন বরিশালের মুজিব, শফিকুল ও রানা দুটি করে উইকেট নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে আবারো ঝড় তোলেন মুনিম শাহরিয়ার। তবে এবারো বঞ্চিত হন ফিফটি ছোঁয়া থেকে। যার ফলে বরিশালও যেতে পারেনি বেশিদূর, কুমিল্লার দুর্দান্ত বোলিংয়ে থামে ১৪৩ রানেই। যাতে ফাইনালে যেতে ইমরুলদের লক্ষ্য দাঁড়ায় ১৪৪।
এর আগে যেই জিতবে সেই পৌঁছে যাবে ফাইনালে- এমন সমীকরণকে সামনে রেখে টস জিতে বোলিংয়ের সিন্ধান্ত নেয় কুমিল্লা। তবে আগে ব্যাট করতে নেমে একপ্রান্তে গেইলকে রেখে অন্যপ্রান্তে ঝড় তোলেন মুনিম শাহরিয়ার।
নাহিদুলের করা প্রথম ওভার থেকেই দুই ছক্কা আর একটি চার হাঁকিয়ে তুলে নেন ১৬টি রান। এরপর আরো ২৩টি বল খেলে আরো দুটি ছক্কা ও একটি চারের মার মেরে ছুটছিলেন চলতি আসরের দ্বিতীয় ফিফটির লক্ষ্যেই। তবে তাতে বাধ সাধেন তানভীর ইসলাম।
১০ম ওভারে গুড লেন্থে পড়া বাঁহাতি এই স্পিনারের দ্বিতীয় বলটি স্লগ সুইপ খেলতে গিয়ে মুনিম শিকার হন লেগ বিফোরের। যার ফলে শেষ হয়ে যায় মারকুটে এই ব্যাটারের ৩০ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসটি। এর আগেই অবশ্য এক ওভারে চারটি চারের মারে ঝড় তোলার আভাস দিলেও শহিদুলের শিকার হয়ে ফেরেন ক্রিস গেইল।
৯.২ ওভারে ৮৪ রানে দুই উইকেট পড়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বরিশালের ব্যাটিং লাইনআপ। দলীয় ৮৬ রানের মাথায় সাকিব আল হাসান নিজের ভুলেই রান আউট হয়ে ফেরেন মাত্র ১ রান করে। এরপর শান্ত ফেরেন ১৩ রান করে। আর দলীয় রান ১০০ ছোঁয়ার আগে ফেরেন তাওহিদ হৃদয়ও।
১২.১ ওভারে ৯৪ রানে ৫ উইকেট হারানো বরিশাল ভরসা খুঁজছিলেন জিয়াউর এবং ব্রাভোর ব্যাটে। কিন্তু ১২ বলে ১৭ রান করে জিয়াউর ফেরেন নারিনের বলে উঠে এসে বড় শট খেলতে গিয়ে। এরপর সোহান ১৩ বলে ১১ আর ব্রাভো ২১ বলে ১৭ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে পারে ফরচুন বরিশাল।
কুমিল্লার পক্ষে শহিদুল ইসলাম ৩টি, মঈন আলী ২টি এবং তানভীর ও নারাইন ১টি করে উইকেট লাভ করেন। তবে ২৮টি রান দিলেও এদিন উইকেটহীন থাকেন সেরা উইকেট সংগ্রাহক মুস্তাফিজুর রহমান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেদেখেশুনে খেলেন কুমিল্লার দুই ওপেনার লিটন দাস আর মাহমুদুল হাসান জয়। ৬২ রানের উদ্বোধনী জুটি গড়লেও দুজন মিলে খেলেন ৬৪ বল। যেখানে গোটা টুর্নামেন্টে আগ্রাসী ভূমিকায় থাকা জয় এ ম্যাচে ব্যাট করেন অনেকটা ওয়ানডে মেজাজে। মেহেদী হাসান রানার দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৩০ বলে মাত্র ২০ রান করে।
আরেক ওপেনার লিটনের ব্যাটিং ছিল ওয়ানডে গতির। যেখানে ৪টি চার মেরে আউট হন ৩৫ বলে ৩৮ করে। লিটনকে বোল্ড করার আগে অধিনায়ক ইমরুলকে তুলে নেন পেসার শফিকুল ইসলাম। গেইলের হাতে ক্যাচ দিয়ে ইমরুল বিদায় নেন ৫ রানে। ৬ রানের ব্যবধানে টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বরিশাল। দলকে সেই চাপ থেকে মুক্ত করার চেষ্টা করেন মঈন আলি। ৩ ছয়ে ১৫ বলে খেলে মঈন ফেরেন ২২ রানে।
মঈনকে আউট করে কুমিল্লাকে আরো চেপে ধরেন ব্রাভো। যদিও ইনিংসের ইনিংসের ১৯তম ওভারে সুনীল নারাইনের ক্যাচ ফেলে দলকে শঙ্কায় মুখে ফেলেন এই ক্যারিবীয়। তবে জয় পেতে বেগ পেতে হয়নি পরের বলে ফাফ আউট হলে। মেহেদী হাসান রানা ফাফকে ফেরান তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ বানিয়ে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক ১৫ বলে ২২ রানে আউট হলে মাহিদুল ইসলাম অঙ্কন ফেরেন ১ রানে।
উইকেটে থাকা নারিন শেষ ওভারে ১৮ রান তুলতে ব্যর্থ হলে পরাজয় নিশ্চিত হয় কুমিল্লা। ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের ইনিংস। এতে ১০ রানে জয় নিয়ে সবার আগে ফাইনালে বরিশাল। নারিন ১৬ বলে করেন ১৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৪৩/৮; (মুনিম ৪৪, গেইল ২২, শান্ত ১৩, সাকিব ১, জিয়াউর ১৭, তাওহিদ ১, ব্রাভো ১৭, সোহান ১১, মুজিব ৬*, রানা ০*); (নাহিদুল ১-০-১৬-০, মোস্তাফিজ ৪-০-২৮-০, নারিন ৪-১-১৬-১, তানভির ৪-০-৩৩-১, মঈন ৪-০-২৩-২, শহিদুল ৩-০-২৫-৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:২০ওভার; ১৩৩/৭; (লিটন ৩৮, জয় ২০, ইমরুল ৫, ডু প্লেসিস ২১, মঈন ২২, নারিন ১৭, অংকন ১, নাহিদ ১*, শহিদুল ০*); (মুজিব ৪-০-৩৩-২, শফিকুল ৪-০-১৬-২, সাকিব ৪-০-২৭-০, ব্রাভো ৪-০-২৬-১, রানা ৩-০-১৩-২, শান্ত ১-০-১৩-০)
ফলাফল: ফরচুন বরিশাল ৯ রানে জয়ী।
বিপিএলের অভিষেক ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করা কে এই তরুণ ক্রিকেটার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।