স্পোর্টস ডেস্ক : শেষ হল বিপিএলের ঢাকা পর্ব। দুই দিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব। বিপিএলের ঢাকা পর্বে সবচেয়ে দুর্দান্ত ছিল রাজশাহী রয়্যালস। নিজেদের খেলা দুই ম্যাচেই প্রতিপক্ষকে কোন প্রকার প্রতিরোধ গড়তে দেয়নি তারা। তাই স্বভাবতই ২ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আন্দ্রে রাসেলের দল। অন্যদিকে সমান ৩টি করে ম্যাচ খেলে ২টি করে ম্যাচ জিতে নেট রানরেটে পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এক নজরে বিপিএলের প্রথম পর্বে রানে শীর্ষে রয়েছে যে ৫ ক্রিকেট তারকা-
১। ইমরুল কায়েস:
দল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রান: ১১৭
২। চ্যাডউইক ওয়ালটন
দল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রান: ১১৭
৩। মোহাম্মদ মিঠুন
দল: সিলেট থান্ডার
রান: ১১২
৪। তামিম ইকবাল
দল: ঢাকা প্লাটুন
রান: ১১০
৫। মোসাদ্দেক হোসেন সৈকত
দল: সিলেট থান্ডার
রান: ১০৯
এক নজরে বিপিএলের প্রথম পর্বে বোলিংয়ে শীর্ষে রয়েছে যে ৫ ক্রিকেট তারকা-
১। থিসারা পেরেরা
দল: ঢাকা প্লাটুন
উইকেট: ৫
২। অলক কাপালি
দল: রাজশাহী রয়্যালস
উইকেট: ৪
৩। সৌম্য সরকার
দল: কুমিল্লা ওয়ারিয়র্স
উইকেট: ৪
৪। লুইস গ্রেগোরি
দল: রংপুর রেঞ্জার্স
উইকেট: ৪
৫। ফরহাদ রেজা
দল: রাজশাহী রয়্যালস
উইকেট: ৩
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।