Advertisement
স্পোর্টস ডেস্ক : এবার ‘ক্রিকেট পাকিস্তান’ এর বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচনী ভোটের ফাইনালে পাকিস্তানের বাবর আজমকে হারিয়ে ২০১৯ বছরের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফেইসবুক পেজ ‘ক্রিকেট পাকিস্তান’ দর্শকদের ভোটে বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচনে সর্বমোট ১ লক্ষ ১৩ হাজার ভোট পেয়েছেন সাকিব।
এদিকে প্রাথমিকভাবে ১৬ ক্রিকেটারকে বেছে নেয় ক্রিকেট পাকিস্তান। যেখানে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এবং কিউই দলপতি কেন উইলিয়ামসনের মতো তারকাকে পিছনে ফেলে সেমিফাইনালে আসেন সাকিব আল হাসান।
তবে সেমিফাইনালে সাকিবের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে প্রস্তত ছিলেন বিরাট কোহলি। কিন্তু ৫৩ হাজার ভোট পেয়ে কোহলিকে পরাজিত কর ফাইনালে উঠেন সাকিব আল হাসান। এরপর ফাইনালে বাবর আজমকে হারিয়ে বর্ষসেরা নির্বাচিত হন সাকিব।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.