জুমবাংলা ডেস্ক : রাজধানী ঘিরে রাখা ৪ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। লাক্ষ্যা, কলিগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে পূর্ব ঢাকার নিম্নাঞ্চল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আর ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাত হলে বুড়িগঙ্গার পানিও বিপৎসীমার ওপরে চলে যেতে পারে। এতে ঢাকায় বড় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহে ঢাকাসহ দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতির হবে জানাচ্ছে আবহাওয়া পূর্বভাস।
ডেমরার বালু নদীর পানি বইছে বিপৎসীমার ওপরে। গত কয়েকদিন ধরে উজানের ঢলে ফুঁসে উঠেছে নদী। আরো তিন সেন্টিমিটার পানি বাড়ায় বৃহস্পতিবার বিপৎসীমা অতিক্রকম করে বালু নদী। এতে প্লাবিত হয়েছে নদীর দুই পাড়সহ কৃষি জমি। এরআগে ভারি বৃষ্টি ও দুদফা ঢলে ঢাকা দক্ষিণ সিটির ৭০ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর, নন্দিপুরে, ঠুলটুলিয়া বাজার এরই মধ্যে প্লাবিত হয়েছে। স্থানীয়রা বলছেন, ২০০৪ সালের পর এই এলাকায় এবারই পানি ঢুকেছে।
বালু ও শীতলক্ষ্যার পানি প্রতিদিনই বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, নারায়ণগঞ্জের লক্ষ্যার পানি ২০ সেন্টিমিটার, তারাঘাট পয়েন্টে কালিগঙ্গা ৯৩ সেন্টিমিটার, জাগিরে ধলেশ্বী নদী বইছে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে। এতে প্লাবিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটির, গোড়ান, বনশ্রী, বাসাবো, আফতাবনগর, সাঁতারকুল ও ডেমরার নিম্নাঞ্চল।
বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আগামী এক সপ্তাহ ঢাকাসহ সারা দেশের বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর ও মধ্যাঞ্চল। যার বেশি প্রভাব পড়বে ঢাকাতে।
কয়েকদিন আগে বিশেষজ্ঞরা বলেছে, ১৯৮৮, ৯৮ বা ২০০৭ সালের মতো বন্যা কবলিত হতে যাচ্ছে রাজধানী ঢাকা। পানি বৃদ্ধির কারণে ঢাকার পূর্বাংশ, গোড়ান, বনশ্রী, বাসাবো, আফতাবনগর, সাঁতারকুলসহ ও ডেমরা, যাত্রাবাড়ী ও ডিএনডি বাঁধ এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। যার স্থায়িত্ব হতে পারে দুই সপ্তাহের বেশি।
তারা আরো মত দিয়েছে, রাজধানীর পূর্বাঞ্চল রক্ষায় বাঁধ জরুরি। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য শক্তিশালী পাম্প স্থাপন, ড্রেন ও বক্স কালভার্ট পরিস্কার করতে হবে। পাশাপাশি ঢাকার খালগুলো উদ্ধারের বিকল্প নেই।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের ২০ নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনার পানি আগামী ২৪ ঘণ্টায় সমতলে আরো বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।