কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া তিন বছরের অধিক সময় যাবত বিভাগীয় প্রধান থাকার প্রেক্ষিতে এবং তার স্ত্রী দীর্ঘদিন চিকিৎসারত থাকার কারণে বিভাগীয় প্রধান হিসেবে না থাকার প্রসঙ্গে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন।
রবিবার (১০ মার্চ) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খলিফা হেলালের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর এই চিঠি প্রেরণ করেন তিনি।
চিঠিতে তিনি বলেন, গত ২০২০ ২৮ জুন থেকে ২০২৩ সালের ১৬ জুন অব্দি তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিন বছর মেয়াদ শেষ হলে এক অফিস আদেশের মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে বলা হয়।
এছাড়া চিঠিতে তিনি আরও বলেন, স্ট্রোক করার কারণে দীর্ঘদিন যাবত তার স্ত্রী চিকিৎসারত অবস্থায় আছে। এখনো তার স্ত্রী পুরোপুরি আশঙ্কামুক্ত না এবং তার সেবা-শুশ্রুষা প্রয়োজন এবং তিনি তার স্ত্রীর চিকিৎসা নিয়ে অনেক বেশি ব্যস্ত। তাই তিনি আর বিভাগীয় প্রধানের দায়িত্বে বহাল থাকতে চান না।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, ‘বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। তাই এই পদে আমি আর থাকতে চাচ্ছি না। আমি চাই বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হোক এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ অন্যান্য বিভাগ যেগুলোতে বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হয়েছে কিন্তু এখনো বিভাগীয় প্রধান পদে বহাল আছে সেখানেও নিয়ম মেনে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।