বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিরুদ্ধে লোপাট ও অর্থ অপচয়ের অভিযোগ ওঠেছে। দরকার না থাকা সত্ত্বেও কোটি টাকার প্রকল্প গ্রহণে করে তারা। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা বলা হয়েছিলো। কিন্তু কোন কার্যকর উদ্যেগ দেখা যায়নি।
বিশেষজ্ঞরা মনে করেন যে, রাষ্ট্রের টাকা অপচয় হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রধান কার্যালয়ের নিচ তলায় মসজিদ নির্মাণের কথা ছিলো। কিন্তু মূল জিজাইনকে গুরুত্ব দেওয়া হয়নি। বিমানের আদলে একটি জাদুঘর নির্মাণ করা হচ্ছিলো সেখানে। মসজিদ নির্মাণে ব্যয় হওয়ার কথা ছিলো ২০ কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সে জাদুঘর নির্মাণও থেমে আছে। দুদকের হাতে বিভিন্ন প্রকল্পে বড় অঙ্কের টাকা এদিক-সেদিক করার ডকুমেন্ট রয়েছে।
বেবিচক বলছে, ঢাকা কাস্টম হাউজসহ আশপাশে ৭টি মসজিদ থাকায় নতুন করে আলাদা মসজিদ নির্মাণসহ অন্য প্রকল্পের প্রয়োজনীয়তা না থাকায় এমন তিনশো কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, সেদিকে নজর দেয়া হচ্ছে। যার মাধ্যমে রাজস্ব বাড়বে। যা অবদান রাখবে দেশের অর্থনীতিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।