Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ২ মাস পর শুরু হতে চলেছে ভারতের বিমান পরিষেবা। বুধবার এমনটাই জানিয়েছেন দেশটির অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী। আগামী ২৫ মার্চ থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি। একসঙ্গে সব বিমান না চললেও ক্রমে ক্রমে বিমান চলাচল শুরু করবে ভারত।
২৫ মে থেকে ধীরে ধীরে পরিষেবা শুরু করার জন্য বিমানবন্দরগুলিকে প্রস্তুত হতে বলেছে মোদি সরকার। কীভাবে বুকিং শুরু হবে, সেকথা ক্রমশ জানিয়ে দেবে প্রশাসন।
সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে ক্যালিব্রেটেড পদ্ধতিতে এই পরিষেবা শুরু হবে বলেই ভারত সরকার জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



