জুমবাংলা ডেস্ক : হযরত শাহজানাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি রুখতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধের তাগিদে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) ৯টি সমস্যা চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। এ সময় প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করা, লাগেজ নিয়ে হয়রানি দূর করা থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা নিশ্চিত করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তারা।
প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।
আলী আরাফাতের ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার দাবি মিথ্যা: দূতাবাস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এরইমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলিও আমরা ছাত্রদের বলেছি।’
তিনি বলেন, ‘আমাদের এখানে যে প্রশিক্ষণ ব্যবস্থা, মনিটরিং সিস্টেম টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রতিটি সংস্থার সঙ্গে সমন্বয় করে যে কাজগুলো করা হয়, প্রতিটি বিষয় আমরা তাদের (ছাত্রদের) অবহিত করেছি। আর কী কী কাজ করা সম্ভব, সেগুলোও আমরা জানিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।