জুমবাংলা ডেস্ক : তিনজন সফরসঙ্গীসহ ইতালির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’-এর আমন্ত্রণে ১৯-২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইতালি সফর করবেন শেখ আব্দুল হান্নান। সফরকালে রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়াও বিমানবাহিনীর প্রধান ‘লিওনার্দো এসপিএ’-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরার কথা রয়েছে বিমানবাহিনী প্রধানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।