স্পোর্টস ডেস্ক : আগামী ৫ জুন থেকে শুরু হবে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। করোনার কারণে এবারের আসর হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে গেছেন পিএসএল সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তারা। তবে আবুধাবিগামী বিমানে উঠতে পারেননি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক সরফরাজ আহমেদসহ ১১ ক্রিকেটার।
প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় আবুধাবির বিমানে উঠতে দেওয়া হয়নি তাদের। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য পথে তাদের আবুধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। আইপিএলের মতো পাকিস্তান সুপার লিগের বাকি অংশও হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে।
আগামী ৫ জুন থেকে প্রতিযোগিতা শুরু করার কথা রয়েছে। অনেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমিরাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।