
আন্তর্জাতিক ডেস্ক: বুদাপেস্ট থেকে মিউনিখ ফ্লাইটে দুই নারী বিমানের ভেতর মাস্ক পরতে রাজি না হওয়ায় তাদের এক হাজার ইউরো করে জরিমানা দিতে হয়েছে৷ শুধু তাই নয় তাদের বিরুদ্ধে মামলা করা হবে৷ খবর ডয়চে ভেলে’র।
বিমানে ওঠার পর ৩৭ বছর বয়সি দুই যমজ বোন মাস্ক পরেনি৷ ফ্লাইট অ্যাটেন্ডন্টরা তাদের দুজনকে বার বার মাস্ক পরার অনুরোধ করা সত্ত্বে তারা মাস্ক পরতে রাজি হয়নি, একথা জানায় পুলিশ৷
ফ্লাইট অ্যাটেন্ডন্টদের বক্তব্য অনুযায়ী যমজ বোনেরা মাস্ক তো পরেইনি বরং কেবিন চিফকে মধ্যাঙ্গুলি দেখিয়ে অপমান আর অবজ্ঞা প্রকাশ করে৷ হাঙেরির রাজধানী বুদাপেস্ট থেকে বিমানটি জার্মানির মিউনিখ এয়ারপোর্টে অবতরণের সাথে সাথেই দুই বোনের সাথে পুলিশ কথা বলে এবং বিমানে মাস্ক না পরার জন্য একেকজনকে এক হাজার ইউরো করে জরিমানা দিতে হয়৷
এরপরই কেবল দুই বোনের বাইরে যাওয়ার অনুমতি মেলে৷ এখানেই শেষ নয়, বিমানে অপমানজনক আচরণের ব্যাখ্যা দুই বোনকে আদালতে দিতে হবে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।