আন্তর্জাতিক ডেস্ক : বিমানের কবরস্থান। এখানে লাইন দিয়ে শোয়ানো থাকে অসংখ্য প্লেন। থাইল্যান্ডের এই বিমানের কবরস্থানে গেলেও আপনার গা ছমছম অনুভতি হতে পারে কিন্তু।
এই কবরস্থানে ভগ্মপ্রায় বিমান ফেলে রাখা হয়। সেগুলি পড়ে পড়ে জং ধরে। তার পর একেবারে নষ্ট হয়ে যায়।
থাইল্যান্ডের এই বিমানের কবরস্থান ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে।
এই জায়গায় ২টি এমন প্লেন রয়েছে, যেগুলির দাম একটা সময় ছিল প্রায় ৩০০ কোটি টাকা। বিমানের কবরস্থানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়। সেই টিকিটের মূল্য় ভারতীয় মুদ্রায় ৬০০ টাকা।
বাতিল হওয়া প্লেনগুলির ভিতরের ইলেকট্রনিক্স পার্টস খুলে নেওয়া হয়। তার পর বিমানগুলির খোলনলতে ফেলে রাখা হয় এখানে।
একজন ফটোগ্রাফার কিছুদিন আগে বিমানের কবরস্থান বলে পরিচিত এই জায়গার ছবি তোলেন। সেই ছবি ভাইরাল হয়ে যায়।
থাই সংস্কৃতিতে এমন নির্জন জায়গাকে ভূতুড়ে বলে ঘোষণা করা হয়। যদিও এই জায়গায় কারও কখনও মৃত্যু হয়নি।
ট্রেনেই অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসব করালেন মেডিকেল শিক্ষার্থী
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.