আন্তর্জাতিক ডেস্ক : বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। সিল্ট বেল্ট বেঁধে প্রস্তুত হচ্ছেন যাত্রীরাও। রানওয়েতে ধীরে ধীরে এগোতে শুরু করেছে বিমান। এমন সময় জানালার পাশে বসা একদল যাত্রী চেঁচামেচি শুরু করেন।
দেখা যায়, বিমানের ডানায় চড়ে বসার চেষ্টা করছেন এক ব্যক্তি। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সিটবেল্ট খুলে আসন ছেড়ে উঠে পড়েন যাত্রীরা। হইচই শুনে বিমান থামিয়ে দেন পাইলট।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মুহাম্মদ বিমানবন্দরে। গতকাল শনিবার ঘানাগামী বিমানের ডানায় চড়ে বসেন ওই ব্যক্তি।
পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘানায় যাওয়ার ইচ্ছা তার বহুদিনের। কিন্তু বিমানের টিকিট নেয়ার মতো টাকা নেই। ঘানা যাওয়ার উদ্দেশ্যেই বিমানের ডানায় চড়ে বসেন তিনি।
জানা গেছে, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমানের নিচে চলে যান। বিমান চালু হতেই ডানায় ওঠার চেষ্টা করেন। ডানার কাছের জানালায় বসে থাকা যাত্রীদের চোখে পড়ায় তার প্রাণরক্ষা হয়। এক যাত্রীর মুঠোফোনে সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
যাত্রীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তার অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এদিকে নাশকতার ছকের শঙ্কার কথাও বলছেন অনেকে। এর আগেও একাধিকবার বিমানবন্দরটির নিরাপত্তায় শিথিলতার অভিযোগ উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।