
মরণব্যাধি ক্যানসারকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য বিয়ে, চাকরি ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন দেশের ক্যানসার বিশেষজ্ঞরা।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেল-এ অনকোলজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসের সমাপনী দিনে এই পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সম্মেলনের দ্বিতীয় দিনে ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধে বিশ্বের ক্যানসার পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ঘাটতি তুলে ধরা হয়।
ডা. কামাল উদ্দিন জানান, “বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যানসার রোগীর তুলনায় রেডিও থেরাপি মেশিনের সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ১ লাখ ৮৪ হাজার রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ২০৯টি মেশিন, কিন্তু দেশে আছে মাত্র ২৯টি। এত কম সংখ্যক যন্ত্রে বিপুল রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সঠিক চিকিৎসা সুবিধার অভাব ও অপ্রতুল রেডিও থেরাপি যন্ত্রের কারণে দেশে ক্যানসার রোগীর মৃত্যুহার বেশি। মৃত্যুহার কমাতে সরকারের সঠিক নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।”
অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে ক্যানসার রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে বিপুল সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হলেও অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে রয়েছেন।
কনফারেন্সের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে হলে সরকার, বিশেষজ্ঞ, গণমাধ্যম সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরা যদি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেন, তাহলে ক্যানসার প্রতিরোধ অনেক সহজ হবে।
কনফারেন্সের একাডেমিক পার্টনার হিসেবে ছিল ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর ও গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞসহ মোট ১২০০ জন বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষক এ আয়োজনে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



