যারা সারাক্ষণ আপনাকে বিয়ে নিয়ে অতিষ্ঠ করে তুলছেন, তাদের মধ্যে যারা বিবাহিত, তাঁরা কি সবাই সুখী? লেজকাটা শেয়ালেরা সব শেয়ালের লেজ কাটতে তৎপর হয়। আর তা অকারণে তাই শুধু সমাজের চাপে যেনতেন প্রকারে একটা বিয়ে করে নিলেই সব সমস্যার সমাধান হবে না।
কে যে কার জন্য সঠিক, তা কেউ জানি না আমরা। আবার বিয়ে আগে বা পরে করলে কী হবে সেটিও কপালের লিখন। তারপরেও বুদ্ধি বিবেচনা খাঁটিয়েই জীবনের এত বড় সিদ্ধান্তটি নিতে হবে। এক সময় কারও ব্যাপারে হয়তো মনে হবে যে এই মানুষটির জন্যই এত দিন অপেক্ষা করেছেন আপনি। পারস্পরিক সমঝোতা তখন সম্পর্কটিকে দেবে স্থিরতা ও স্থায়ীত্ব।
আপনি একাকী থাকলে আপনার কিছু কষ্ট হবে। কারও সঙ্গে সুখ বা দুঃখ ভাগ করে নিতে না পারার কষ্ট। খুব ক্লান্ত হয়ে গেলে একটা কাঁধ না থাকার কষ্ট। কিন্তু এই কষ্টগুলো যদি বিয়ের পরেও রয়ে যায়? আপনার সঙ্গী যে এই শূন্যতা পূরণ করতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। তাই শুধু এ কারণে বিয়ে করা বোকামি।
আপনার জন্য কী ভালো তা আপনাকেই বুঝতে হবে। সেটা তাড়াতাড়ি বিয়ে করাও হতে পারে। আবার বুঝেশুনে বা ক্যারিয়ার গুছিয়ে নিয়ে তারপর বিয়ের কথা ভাবলে যদি আপনার জন্য তা ভালো হয়, তাহলে সেটাই করুন। আপনার জীবন শুধুই আপনার। আর আপনার সুখ-দুঃখ, চাওয়া-পাওয়াও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।