চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে তোলপাড় ভারতীয় গণমাধ্যম। আলোচনার কেন্দ্রে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তবে গুঞ্জন ছড়িয়ে পড়তেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সেই জল্পনার ইতি টানলেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।
শনিবার (১১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃষা লেখেন, “মানুষ যখন আমার জীবনের পরিকল্পনা করে দেয়, দারুণ লাগে! এখন শুধু তাদের মধুচন্দ্রিমার তারিখ ঠিক করার অপেক্ষা!”
এই এক কথায় বিয়ের সমস্ত জল্পনায় ‘পূর্ণবিরতি’ টেনে দিলেন ‘লিও’ খ্যাত এই তারকা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়, চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তৃষা। দ্য সিয়াসাত ডেইলি জানিয়েছিল, ওই ব্যবসায়ী মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে তা ভারতে সম্প্রসারিত করেছেন।
তবে অভিনেত্রীর প্রতিক্রিয়ায় স্পষ্ট—ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখনও গোপনীয় থাকতে চান।
২০১৫ সালে উদ্যোক্তা বরুণ মানিয়ান-এর সঙ্গে তৃষার বাগদান হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে নিজের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন তিনি।
তৃষাকে সবশেষ দেখা গেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘থাগ লাইফ’ সিনেমায়, যেখানে তিনি ইন্দ্রাণী চরিত্রে অভিনয় করেছেন। মণি রত্নম পরিচালিত এই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন কিংবদন্তি কমল হাসান। সামনে তাকে দেখা যাবে ‘কারুপ্পু’ ও ‘বিষম্ভরা’ নামের দুটি নতুন ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।