বিনোদন ডেস্ক : বিয়ে করলেন অভিনেত্রী আইরিন তানি। পাত্র সাইফুল ইসলাম চৌধুরী। পেশায় যিনি রাজধানীর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।
গেল ৩ অক্টোবর চট্টগ্রাম শহরে দুই পরিবারের সম্মতিতে সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে।
তানি বলেন, পারিবারিকভাবে একসপ্তাহ ধরে দেখা ও জানাশোনার পর আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের আগে আমি নিজেও ছেলের সঙ্গে কথা বলেছি। ভালো লেগেছে। তবে আমাদের মধ্যে আগে থেকে প্রেম ছিল না। দুজনেই এখন ঢাকাতে আছি। নতুন সংসার গোছাচ্ছি। এরপরেই বড় করে বিয়ের রিসিপশন করবো।
আইরিন তানি জানান, তার স্বামী সাইফুল ইসলাম চৌধুরী ভালো মনের মানুষ। বললেন, সে আমার মতো মানসিকতার। সবকিছুতেই সাপোর্টিভ। স্বামীর চেয়ে তার মধ্যে বন্ধুত্বটাই বেশী, যেটা একটি সম্পর্ক মজবুত করতে খুব দরকারি।
আইরিন তানি বলেন, বিয়ে করলেও মিডিয়াতে কাজ নিয়ে কোনো বাঁধা নেই। যেভাবে নিয়মিত কাজ করি সেভাবেই করবো। এতে স্বামীর হস্তক্ষেপ থাকবে না। আমার শ্বশুরবাড়ির মানুষ এবং স্বামী প্রত্যেকেই আমার কাজকে রেসপেক্ট করেন।
এটা অনেক শান্তির বিষয়। নতুন জীবনে প্রবেশ করেছি। সবার কাছে দোয়া কামনা থাকলো।
ছোটপর্দায় একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে দেখা যায় আইরিন তানিকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। ২০০৭ সালে তিনি ‘বিদ্রোহী পদ্মা’ ছবিতে অভিনয় দিয়ে বড়পর্দায় পা রাখেন। এছাড়া কাজ করেছেন ‘কল্প না’ ও ‘লবণ’ ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।