স্পোর্টস ডেস্ক: ভারত হোক কিংবা পাকিস্তান, এই দুই দেশেই ক্রিকেট খেলা যথেষ্ট জনপ্রিয়। যখনই ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়, তখনই উত্তেজনার পারদ কার্যত আকাশ ছুঁয়ে ফেলে। ভারত এবং পাকিস্তান এই দুই দেশের সমর্থকেরাই ক্রিকট নিয়ে যথেষ্ট উৎসাহিত থাকেন। সম্প্রতি পাকিস্তানের এক খুদে ফ্যানের ভিডিও ভাইরাল হয়েছে।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সেখানে পাকিস্তানের এক খুদে ক্রিকেট ফ্যানকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই ফ্যানকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভারতের কোনও ক্রিকেটারকে কি তোমার ভালো লাগে? জবাবে ওই বাচ্চা ছেলেটি বলে, ‘বিরাট কোহলি দিল হ্যায় হামারা। ম্য়ায় চাহতা হুঁ কি বিরাট কোহলি ফিফটি করেঁ, ভালে বাকি সব আউট হো যায়ে।’ অর্থাৎ, ‘বিরাট কোহলি আমার প্রাণ। বাকিরা সবাই আউট হয়ে গেলেও কোনও অসুবিধে নেই, কিন্তু বিরাট কোহলি যেন ৫০ রান করে।’ ইতিমধ্যেই এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে।
বিরাট কোহলি ক্রিকেট বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের তালিকায় বিরাজমান। ব্যাট হাতে তিনি যদি ছন্দে থাকেন, তাহলে বিশ্বের যে কোনও বোলারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। ইতিমধ্যেই নিজের ব্যাটিংয়ের দৌলতেই বহু ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর ক্লাসিক ব্যাটিং সকলেই পছন্দ করেন। ভারতীয় ক্রিকেট দলের তিন নম্বরে আজও তিনি যথেষ্ট ভরসা দেন। ভারতের হয়ে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই শতাধিক ম্য়াচ খেলেছেন কিং কোহলি।
গত রবিবার চলতি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। কিন্তু এই ম্যাচে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন। কোহলি ইতিপূর্বে হংকংয়ের বিরুদ্ধেও ঝোড়ো ফিফটি ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকেরা অবশ্যই চাইবেন যে ৬ সেপ্টেম্বর আয়োজিত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও নিজের এই দুর্দান্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রাখবেন।
A little Pakistani fan's love for @imVkohli, cricket bridges the gap!!#AsiaCup2022 #PAKvsIND #ViratKohli𓃵 #BabarAzam #Pakistan #India pic.twitter.com/jkxpjx4jWF
— muzamilasif (@muzamilasif4) August 27, 2022
সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কা ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে, সেটাই আপাতত দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।