বিরাট কোহলির আরও একটি রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের সেরা ছন্দের ধারেকাছেও নেই। একসময় ক্রিকেটের বেশিরভাগ রেকর্ড তার কাছে থাকলেও, এখন তা ধীরে ধীরে দখল করছেন সময়ের অন্যান্য সেরা ব্যাটাররা। বিশেষ করে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম এগিয়ে যাচ্ছেন অনেক হিসেবেই।

বিরাট কোহলির আরও একটি রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম

গত কয়েক বছর ধরেই ধারাবাহিকতার নজির স্থাপন করে একের পর এক নতুন কীর্তি গড়ছেন পাকিস্তানের তিন ফরম্যাটের এই অধিনায়ক। এরই ধারায় কোহলির আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকা ব্যাটার এখন বাবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজারের বেশি দিন এক নম্বর র‍্যাংকিংয়ে থাকার নজির গড়েন। এবার কোহলির ১০১৩ দিনকেও ছাপিয়ে গেছেন তিনি। আজকের দিনসহ মোট ১০২৯ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের এক নম্বরে রয়েছেন বাবর।

শুধু তাই নয়, লম্বা সময় ধরে ওয়ানডে র‍্যাংকিংয়েও এক নম্বর স্থানটি বাবরের দখলে। এছাড়া টেস্টেও চার নম্বরে রয়েছেন বাবর। বর্তমানে তিন ফরম্যাটেই সেরা দশে থাকা একমাত্র ব্যাটার বাবর। হয়তো সামনে তিন ফরম্যাটেই এক নম্বরে উঠে যাবেন পাকিস্তানি অধিনায়ক।