জুমবাংলা ডেস্ক: রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা বানানোর জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
আজ (১ অক্টোবর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জিএম কাদের বর্তমানে সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন।
জাতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে শাদ এরশাদসহ তিনজন ছাড়া পার্টির সব এমপি স্পিকারকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন।
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, বিরোধীদলীয় নেতা (রওশন এরশাদ) অনেকদিন ধরেই অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদ অধিবেশনে ঠিকমতো আসতে পারছেন না। এজন্য জাতীয় পার্টির সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বুধবার চিঠি দিয়ে জাতীয় পার্টির কাউন্সিল আহ্বান করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আগামী নির্বাচনে বিএনপি জামায়াতের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে নিজেকে কাউন্সিলর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করেন।
এরপরই তাৎক্ষনিক বিবৃতিতে জাতীয় পার্টি জানায়, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কাউন্সিল আহ্বান ও আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণার এখতিয়ার নেই। তার চিঠি অবৈধ, অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী।
এদিকে, বৃহস্পতিবার দলীয় বৈঠকের পর সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক হয়। এতে রওশন এরশাদ ও তার ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদ বাকে বাকি ২৪ এমপি অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।