Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় তাজমহল মোড়ে বিল বোর্ডে উঠে যায় এক পাগল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পাগলকে জীবিত উদ্ধার করে। ঘটনাটি ঘটে রবিবার (৫ জানুয়ারী) সন্ধ্যার পরে গাঙ্গিনারপাড় তাজমহল মোড়ে। প্রত্যক্ষদর্শী একজন জানান, সন্ধ্যার পর এক পাগল তাজমহল মোড়ের বিল বোর্ডে উঠে যায়। তাকে নামতে বললেও সে নামেনি।
পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে। ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, প্রায় এক ঘন্টা অভিযানের পর পাগলটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে কথা বলতে পারে না। তাই পাগলের নাম ঠিকানা সঠিক জানাতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।