আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বুধবার তাঁকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ নিয়ে বিলাওয়াল দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। খবর ডন, জিও নিউজ’র।
পাকিস্তানের ইতিহাসে এখন সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল।
প্রেসিডেন্ট আরিফ আলভি তাঁর সরকারি সরকারি বাসভবন ও কার্যালয় আইন ই সদরে শপথ পড়ান বিলাওয়ালকে। এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেখানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিলাওয়ালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইতিহাস গড়েছেন বিলাওয়াল। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ৩৩ বছর ৭ মাস ৬ দিন বয়সে এই দায়িত্ব নিলেন। তিনিই এখন পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে এই রেকর্ড ছিল বিলাওয়ালেরই দলের নেতা হিনা রাব্বানি খারের। হিনা রাব্বানি ৩৩ বছর ৮ মাস ১ দিন বয়সী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। হিনা ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হিনা রাব্বানি।
হিনা রাব্বানির আগে পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়ালের নানা সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর ৫ মাস ১০ দিন।
বিলাওয়াল ২০১৮ সালে প্রথমবারের মতো জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে মন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিলাওয়াল ইসলামাবাদে চীনের দূতাবাসে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি। বিলাওয়াল করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলায় চীনের তিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দূতাবাস কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।