আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী দ্য ফেলিসিটি এইসের একটি পণ্যবাহী বিশাল কার্গো জাহাজে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় আজোর দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে। এতে ভক্সওয়াগেন গ্রুপের ল্যাম্বোরগিনি, পোর্শে, অডি গাড়ি রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।
গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পানামার পতাকাবাহী “দ্য ফেলিসিটি এইস” নামের কার্গো জাহাজটিতে আগুন লাগে।
পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, গত বৃহস্পতিবার জাহাজটির ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের নিকটবর্তী পর্তুগিজ দ্বীপ ফায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
সাড়ে ৬০০ ফুট উচ্চতার ও ৬০ হাজার টন ওজনের পণ্যবাহী জাহাজটিতে এক হাজার ১০০টি পোর্শে, তিন হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি, ল্যাম্বোরগিনি ও অডি’র মতো চার হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ি ছিল।
জাহাজের ট্র্যাকিং অনুসারে, জার্মানির এমডেন থেকে রওনা হওয়া হওয়া জাহাজটির কার্গো হোল্ডে বুধবার সকালে আগুন লাগে।
তবে, সাগরে গাড়িবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে আগুন লেগে একটি মার্কিন কার্গো জাহাজ দুই হাজারেরও বিলাসবহুল গাড়িসহ ডুবে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।