Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে বিলাসবহুল গাড়ি নিয়ে ডাকাতির উদ্দেশে বের হয়েছিল একদল ডাকাত। গাড়িটি উদ্ধার করতে পারলেও ডাকাতদের আটক করতে পারেনি পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কাছে অন্ধকার স্থান থেকে (ঢাকা মেট্রো-গ-১৫-৬৬৮৫) টয়োটা গাড়ীটি উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে সংবাদ পান একটি ডাকাতের গাড়ি বাহুবল থেকে শায়েস্তাগঞ্জে আসছে। তাৎক্ষণিক তিনি পুলিশ নিয়ে থানার সামনে অবস্থান নেন। ডাকাতদল টের পেয়ে থানার দিকে না গিয়ে ফায়ার সার্ভিসের কাছে গাড়ীটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।