বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। সংখ্যক অনুরাগী রয়েছে তার বিশ্বজুড়েই। ৫৬ বছর বয়সী এই অভিনেতার ব্যক্তিত্ব মুগ্ধ করে যায় অনেক তারকাকেও। ১৯৮৮ সালে বলিউডে যাত্রা শুরু করেন সালমান খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর হয়ে গেল ‘ভাইজান’-এর। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমাতে প্রথম অভিনয় করেছিলেন এই বলি তারকা। সেই সিনেমাতে নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তাকে ১১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল।
সেই সালমান খান বর্তমানে ভারতের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। বলিউডে অনেক সুপারহিট সিনেমায় কাজের মধ্য দিয়ে। রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
জনপ্রিয় এই অভিনেতা বিপুল সম্পত্তির মালিক। শুধু নিজ দেশে নয়। নিজের দেশের বাহিরেও রয়েছে তার সম্পত্তি। তিনি তার পরিবারের সঙ্গে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন।
তবে এটিই তার একমাত্র সম্পত্তি নয়। চলুন জেনে নেয়া যাক বিশ্বজুড়ে ভাইজানের বিলাসবহুল সম্পত্তির কথা।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট
বান্দ্রায় অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। বাবা-মার সাথে এই অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান। কথিতভাবে বলা হয়ে থাকে তার এই অ্যাপার্টমেন্টটির মূল্য ১৬কোটি রুপি।
পানভেল ফার্মহাউস
পানভেল ফার্মহাউস অর্পিতা ফার্মস নামেও পরিচিত। মুম্বাই থেকে মাত্র এক ঘণ্টা দূরে অবস্থিত এই ফার্মহাউসটি। এই সম্পত্তির চারপাশের খবরের কারণে আপাতদৃষ্টিতে এটি তার সবচেয়ে জনপ্রিয় সম্পত্তির একটি। সালমানের এই ফার্মহাউসে ৩টি বাংলো, একটি জিম, একটি সুইমিং পুল রয়েছে। পাশাপাশি গৃহপালিত পশুদের জন্য একটি খামার অঞ্চল রয়েছে এই খামার বাড়ির। যার দাম ৮০কোটি রুপি।
গড়াই বিচ হাউস
ছুটি কাটানোর জন্য গড়াই বিচ হাউস দূর মনে হলেও ভাইজান বিষয়টাকে সহজ করে ফেলেছেন। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটারের বেশি দূরে এর অবস্থান। ভারতীয় গণমাধ্যম মতে, গড়াইয়ে সালমান খানের একটি বিচ হাউস রয়েছে। এটি ১০০ একর সম্পত্তি। যার মূল্য ১০০ কোটি রুপি।
বান্দ্রার ফ্ল্যাট
জানা গেছে,বান্দ্রার একটি ভবনের পুরো ১১তলা কিনেছেন সালমান। যার মূল্য ৩০ কোটি রুপি।
দুবাইয়ের বাড়ি
সালমানের প্রিয় শহরের মধ্যে দুবাই অন্যতম। প্রায়শই তাকে দুবাই যেতে দেখা যায়। দুবাইয়ের বুর্জ খলিফার কাছে দ্য অ্যাড্রেস ডাউনটাউনে সালমান খানের একটি বাড়ি রয়েছে। তবে বাড়িটির মূল্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।