জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এটি দেড় হাজার টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহানসহ দুজন সাড়ে ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি হাতে নিয়ে পোজ দেন। ছবি:
শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে। প্রকাশ্য নিলামে তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ।
স্থানীয় জেলেরা জানান, সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জব্বার হালদার জেলে সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। সকাল সাড়ে ৮টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। ১০টার দিকে মাছটি বিক্রির জন্য জব্বার দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ বলেন, ‘জব্বার হালদারের কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে ২ হাজার ৭৫০ টাকা লাভ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।