আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় ঘুরতে গিয়ে বিরল এক দৃশ্যের সাক্ষী হলেন একদল পর্যটক। দেশটির মাসাই মারা ট্রাঙ্গেল রিজার্ভে চিতাবাঘের সঙ্গে বিশাল এক পাইথন মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়। পর্যটকরা সেই ঘটনার ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রকাশ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল পাইথনক দেখে দাঁড়িয়ে পড়ে চিতাবাঘটি। প্রাণী দুটি চোখে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একে অপরের সামনে। তারপর হঠাৎ চিতাবাঘটিকে আক্রমণ করে বসে পাইথনটি। শুরু হয় লড়াই। এক পর্যায়ে নিজের শরীর দিয়ে চিতাকে পুরো জড়িয়ে ফেলে সাপটি। তবে সেখান থেকে নিজেকে বের করে পাইথনের মাথায় কামড় বসিয়ে দেয় চিতাটি। অমীমাংসিত লড়াইয়ে চিতাটিই জিতেছে বলে দাবি করছেন বেশিরভাগ নেটিজেন।
এই বিরল দৃশ্যের সাক্ষী থাকা পর্যটক মাইক ওয়েলটন বলেছেন, ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমরা। চিতাবাঘটি মরে যেত। কিন্তু কোনো রকমে বেঁচেছে। তারপর সে পাইথনের মাথা কামড়ে ধরে। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।