আন্তর্জাতিক ডেস্ক: বাৎসরিক বিশেষ মূল্য ছাড় চলছিল ভারতের বেঙ্গালুরু শহরের মালেশ্বরমের একটি শাড়ির দোকানে। দোকানের মধ্যে নারীদের ভিড়ে তিলধারণের জায়গা পর্যন্ত নেই। তার মধ্যেই একটি শাড়ি নিয়ে রণক্ষেত্রে পরিণত হল দোকান। একই শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা গেল দুই নারীকে। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে।
টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওটি ‘আরবৈদ্য২০০০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
টুইটে উল্লেখ করা হয়েছে, দুই নারীর মধ্যে বাগ্বিতণ্ডার সূত্রপাত একটি ‘মাইসোর সিল্ক’ শাড়ি কেনা নিয়ে। দোকানে ওই রঙের একটিই ‘মাইসোর সিল্ক’ ছিল। দুই নারীরই নজর ছিল ওই শাড়িতে। প্রথমে শাড়িটি নিয়ে টানাহেঁচড়া করার পর দু’জনের মধ্যে রীতিমতো মারপিট লাগে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে শাড়ি নিয়ে এক প্রস্থ টানাটানি হওয়ার পর এক জন অপর জনের উপর চড়াও হন। ছেড়ে কথা বলেননি দ্বিতীয় নারীও। এরপর দু’জনেই একে অপরের চুল ধরে টানতে শুরু করেন। এক জনের কাপড় ধরেও টানতে থাকেন অপর জন। এরপর ওই দোকানে উপস্থিত কয়েক জনের মধ্যস্থতায় তাদের লড়াই থামে।
টুইটারে ভাইরাল হওয়ার পর ওই ভিডিওটি নিয়ে অনেক ব্যবহারকারী মজার মজার মন্তব্য করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।