বিশ্ব কাঁপানো ৫ হরর সিনেমা যা আপনি উপভোগ করতে পারেন

The Conjuring

ভৌতিক বা হরর সিনেমার বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। যারা মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে এটি বেশ পছন্দের। এখনো পর্যন্ত বেশ কয়েকটি দুর্দান্ত সিনেমা এই ক্যাটাগরিকে সমৃদ্ধ করতে ভূমিকা পালন করেছে। আজ এমন কিছু হরর সিনেমার নাম উল্লেখ করা হবে যা আপনি অবশ্যই উপভোগ করতে পারেন।

The Conjuring

The Exorcist

১৯৭৩ সালে এই সিনেমাটি রিলিজ করা হয়। বিশ্বের সবথেকে সেরা হরর মুভির মধ্যে এটিকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তবে সবথেকে মজার ব্যাপার হলো ওই সময় এর থেকে ভয়ের সিনেমা আর একটিও ছিল না। সিনেমার গল্পটি শুরু হয় এক নারীর দেহে পিশাচের ভর করার মধ্য দিয়ে। এরপর থেকে ওই পরিবারে নেমে আসে দুর্যোগ। নয়টি বিভাগে অস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি। এর মধ্যে দুইটি বিভাগে সিনেমাটি জয়ী হয়। এই সিনেমাটি অনুসরণ করে আরো একাধিক সিনেমা নির্মাণ করা হয়েছিল।

Hereditary

২০১৮ সালে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। ছবির পড়তে পড়তে রয়েছে ভয়। এটির সাউন্ড ইফেক্ট এমন যে আপনি ভয় পেতে বাধ্য। সিনেমাটির দেখার পর আপনি বেশ কিছুদিন  ঘুমাতে পারবেন না। যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে ভুলবেন না।

The Conjuring

২০১৩ সালে এটি  রিলিজ হওয়ার পর পুরো বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। দুই ব্যক্তির জীবনের সত্য ঘটনার অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়। ভয়, মৃত্যু, হিংস্রতা সবকিছু এর মধ্যে পেয়ে যাবেন। ছবিটির সাউন্ড ইফেক্ট এবং স্পেশাল ইফেক্ট যেন একেবারেই বাস্তব। যারা ওই সময় সিনেমাটি দেখেছিলেন তারা অনেক ভয় পেয়েছিলেন।

The Shining, The Texas chainsaw Massacre

ভৌতিক সিনেমার জগতে সাইনিং একটি ক্লাসিক ফিল্ম। ১৯৮০ সালের দিকে সিনেমাটি রিলিজ করা হয়। বর্তমান সময়েও সিনেমাটি দেখে মানুষ ভয় পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সমাধিক ক্ষেত্রের তদন্ত নিয়ে পরের সিনেমাটি শুরু হয়। সেখানে এক অপরিচিত মহিলার সাথে দেখা হয়। এরপর নানা রহস্যময় পরিস্থিতির উদ্ভব ঘটে। অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ২০০৩ সালে মুক্তি পাওয়া  সিনেমাটির গল্পটি এমনই। মনের জোড় না থাকলে এ সিনেমাটি হয়তো না দেখাই ভালো। এ সিনেমা আপনাকে ভিন্ন জগতে নিয়ে যাবে।