স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জুন মাসে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দু’বছরের ওয়ানডে সিরিজ লিগ বাতিলের প্রস্তাব তুলেছে বিশ্বের ধনী এবং প্রভাবশালী দেশের ক্রিকেট বোর্ডগুলো। সব দেশের ক্রিকেট বোর্ড সম্মত হলে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।
করোনা পরবর্তী সময়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং লিগভিত্তিক ওয়ানডে সিরিজ আয়োজন করতে গেলে সূচিতে ব্যপক পরিবর্তন আনতে হবে। কারণ করোনার কারণে জুন মাস পর্যন্ত সমস্ত ক্রিকেট বাতিল করেছে আইসিসি। বন্ধ রয়েছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারও।
এদিকে পরপর দু’বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় এবং পরের বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লিগ বাতিল করলে তবে এই দুটি বিশ্বকাপ আয়োজন সম্ভব বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আর যদি বিশ্বকাপ বাতিল হয় তবে আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রতিটা দেশের ক্রিকেট বোর্ড। যার কারণে বিসিসিআই, সিএ এবং ইসিবি সহ অন্যান্য দেশের বোর্ডও আইসিসি’র কাছে আগামী দু’বছরের জন্য ওয়ানডে লিগ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের প্রস্তাব দিয়েছে তারা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.