আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির কেউ এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর আগে জেনেভার জাতিসংঘ কার্যালয়ে একজন ও বিশ্ব বাণিজ্য সংস্থার একজনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়।
ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিস্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের বলেন, ‘কর্মীরা অফিস থেকে বাড়ি ফেরার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। তাদের পরীক্ষার পর কোভিড-১৯ শনাক্ত হয়।’
তবে এটি স্পষ্ট নয় আক্রান্ত ব্যক্তিরা করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ করছিলেন কিনা।
লিন্ডমেয়ার জানান, ডব্লিউএইচওর সদর দপ্তরে প্রায় ২৪০০ কর্মী ও উপদেষ্টা কাজ করেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যাদের বেশিরভাগই বাড়ি থেকে কাজ করছেন এখন।
সুইজারল্যান্ডে বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ২২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাদুর্ভাব ঠেকাতে গতকাল সোমবার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।