২০২৬ বিশ্বকাপের টিকিট দুই মাস আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তাই বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে তারা নামছে প্রীতি ম্যাচের মঞ্চে, প্রস্তুতি নিতে আসন্ন আসরের জন্য।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার পর আর কোনো চাপ নেই আর্জেন্টিনা-ব্রাজিলের ওপর। এবার লক্ষ্য—দল গুছিয়ে নেওয়া ও নতুন পরিকল্পনা পরখ করা।
দুই দলই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাদের প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে। সাধারণত এই সময় তারা দুটি করে প্রীতি ম্যাচ খেলে থাকে।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, আর ব্রাজিল খেলেছিল এশিয়ায়। তবে এবার সূচিতে এসেছে পরিবর্তন। আর্জেন্টিনা যাচ্ছে আফ্রিকা সফরে একটি ম্যাচ খেলতে, আর ব্রাজিল ইউরোপ সফরে খেলবে দুটি প্রীতি ম্যাচ।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল—দুই দলই নতুন বছরে বিশ্বকাপের প্রস্তুতিকে আরও গতি দিতে চায় এই ম্যাচগুলোকে সামনে রেখে।
আর্জেন্টিনার ম্যাচ:
বিপক্ষ: অ্যাঙ্গোলা
তারিখ: ১৪ নভেম্বর ২০২৫
স্থান: লুয়ান্দা, অ্যাঙ্গোলা, এস্তাদিও নাসিওনাল
সময় (বাংলাদেশ সময়): রাত ১০টা
বিশেষ তথ্য: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ম্যাচ, আর্জেন্টিনা ১৭০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন।
আর্জেন্টিনার ভারত সফর বাতিল করা হয়েছে। ১৭ নভেম্বর কেরালা (কোচি বা তিরুবনন্তপুরম) ম্যাচটি লজিস্টিক সমস্যা ও ফিফার অনুমোদনের অভাবে বাতিল করা হয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম শোনা যাচ্ছিল।
ব্রাজিলের ম্যাচ:
প্রথম ম্যাচ: সেনেগাল
তারিখ: ১৫ নভেম্বর ২০২৫
স্থান: লন্ডন, এমিরেটস স্টেডিয়াম
সময় (বাংলাদেশ সময়): রাত ১০টা
দ্বিতীয় ম্যাচ: তিউনিসিয়া
তারিখ: ১৮ নভেম্বর ২০২৫
স্থান: লিল, ফরাসি লিগ আ স্টেড পিয়ের-মরো
তবে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে না।
বাংলাদেশের আন্তর্জাতিক বিরতি:
১৩ নভেম্বর: নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ
১৮ নভেম্বর: ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই
উভয় ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, শুরু রাত ৮টায়
এছাড়াও ইউরোপীয় অঞ্চলে পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচ চলবে। পর্তুগাল ১৩ ও ১৬ নভেম্বর, ইংল্যান্ড ১৩ ও ১৬ নভেম্বর, ফ্রান্স ১৩ ও ১৬ নভেম্বর, স্পেন ১৫ ও ১৮ নভেম্বর, জার্মানি ১৪ ও ১৭ নভেম্বর, আর ইতালি ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



