বিশ্বকাপ ফাইনাল খেলবেন কি না, জানালেন বেনজেমা

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: করিম বেনজেমা এখনও ফ্রান্সের বিশ্বকাপ দলের অংশ। বিশ্বকাপ দলে ছিলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। কিন্তু ইনজুরির কারণে দলের ক্যাম্প ছেড়ে কাতার থেকে দেশে ফিরে যান তিনি। পরে ক্লাবের ক্যাম্পে গিয়ে পূর্ণ ফিটনেসেও ফিরেছেন তিনি। ফ্রান্স বিশ্বকাপ জিতলে মেডেলও পাবেন ফ্রান্সম্যান।

বেনজেমা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলবেন কিনা সেই রহস্য এখনও শেষ হয়নি। কারণ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বেনজেমার ফাইনালে খেলা নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চেয়েছেন, মাঠে না খেললেও চোটের কারণে বিশ্বকাপে থাকতে না পারা ফরাসি ফুটবলাররা অন্তত ফাইনালে গ্যালারিতে থাকুক। সেই তালিকায় নিশ্চিতভাবেই বেনজেমা আছেন।
বেনজেমা
ফরাসী গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জার্সিতে খেলতে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতির মাঝেই ইনস্টাগ্রামে রহস্যজনক বার্তা দিলেন বেনজেমা। লিখলেন, ‘দ্যাট ডাজেন্ট ইন্টারেস্ট মি’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি আগ্রহ নই’। বোঝা গেলো না ঠিক এই বার্তায় তিনি কাকে নিশানা বানালেন কোচ দেশ নাকি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে।

গণমাধ্যমের খবর, মাদ্রিদের তারকা ফুটবলারকে নিয়ে ফ্রান্স কোচের আচরণ পছন্দ হয়নি বেনজেমার। তাই কোচ দেশমের প্রতি ক্ষুব্ধ বেনজেমা। যদি তাই হয়, বেনজেমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে, যা বিশ্বকাপ বিরতির পর শুরু হবে ৩০ ডিসেম্বর।

ফাইনালে মাঠে নামার আগে মেসিকে খোলা চিঠি লিখলেন তার স্কুল শিক্ষক