স্পোর্টস ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। এমনই বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিনদানন্দা আলুথগামাগে।
মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য শোনার পর দ্রুত শ্রীলঙ্কা সরকার পুলিশের একটি বিশেষ দলকে এই বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। ২০১১ সালের বিশ্বকাপ খেলা শ্রীলঙ্কার ক্রিকেটাররাও মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন।
বিশ্বকাপ ফাইনাল বিক্রির অভিযোগ আনা সেই শ্রীলঙ্কান মন্ত্রী এখন অবশ্য ভিন্ন কথা বলছেন। শ্রীলঙ্কান তদন্ত দলের কাছে তিনি বলেছেন, বিশ্বকাপ ফাইনাল বিক্রির বিষয়টা ছিল আমার সন্দেহ। আমি চেয়েছি আমার সেই সন্দেহের বিষয়টিও যেন তদন্ত হয়।
শ্রীলঙ্কান মন্ত্রী মাহিনদানন্দা আলুথগামাগে সাংবাদিকদের জানান, আমি ২০১১ সালের ৩০ অক্টোবর আমার অভিযোগের বিষয়টি জানিয়ে আইসিসি’র কাছে একটা অভিযোগ দায়ের করেছিলাম। শ্রীলঙ্কার তদন্ত দলটির কাছে সেই অভিযোগের একটি কপি আমি জমা দিয়েছি।
মন্ত্রী বিশ্বকাপ ফাইনাল বিক্রির অভিযোগ তুলে সত্যিকার অর্থে কাকে দোষী ভাবছেন, সেই বিষয়টি স্পষ্ট করেননি। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা মন্ত্রীর এই অভিযোগের জবাবে জানিয়েছেন, কোন প্রমাণের ভিত্তিতে উনি এই অভিযোগ করছেন, সেটা আগে উনার হাজির করা উচিত। তাহলে আইসিসি এবং দুর্নীতি দমন ইউনিট ঠিকভাবে পুরো ব্যাপারটা তদন্ত করতে পারবে।
সেই বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা শ্রীলঙ্কার আরেক তারকা মাহেলা জয়াবর্ধনে মন্ত্রীর এই অভিযোগের আরও কড়া টুইট করেছেন, সার্কাস যেভাবে শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে শ্রীলঙ্কায় নির্বাচন আবার চলে এলো নাকি?
প্রসঙ্গত, ২০১১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ফাইনাল ভিভিআইপি গ্যালারিতে বসে দেখেছিলেন শ্রীলঙ্কার সেসময়ের প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে ও অভিযোগকারী এই ক্রীড়া মন্ত্রী মাহিনদানন্দা আলুথগামাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।