স্পোর্টস ডেস্ক: ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ নিয়ে সন্দেহ প্রকাশ করে কিছুদিন আগে অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। তার প্রেক্ষিতে ইতিমধ্যে সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অরবিন্দন ডি সিলভাকে জিজ্ঞেসাবাদ করেছে শ্রীলঙ্কা পুলিশ।
লঙ্কান গণমাধ্যমগুলো বলছে, তদন্তের অংশ হিসেবে এবার ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলা শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপল থারাঙ্গাকে ডাকতে যাচ্ছে শ্রীলঙ্কা পুলিশ।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, মঙ্গলবার (৩০ জুন) ছয় ঘণ্টা যাবত জিজ্ঞেসাবাদ করা হয়েছে ডি সিলভাকে। জিজ্ঞাসাবাদ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়া ২০১১ সালের বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ছিলেন ডি সিলভা। সে সময় দলে ছয় পরিবর্তন আনা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
সাবেক ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপ বিক্রির অভিযোগ তুললে ডি সিলভা বলেছিলেন, আমি আর চুপ থাকব না। এটা ভয়ংকর অভিযোগ। তার প্রমাণ দেওয়া উচিত। কাছে তথ্য থাকলে ৯ বছর কেন চুপ করে ছিল? এভাবে মিথ্যা বলে পার পেতে দেওয়া উচিত না। এটা তদন্তের জন্য আইসিসি, এসএলসি ও বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করছি।
আলুথগামাগে তার অভিযোগে বলেছিলেন, আমরা বিশ্বকাপ বিক্রি করেছিলাম। আমি সেসময় ক্রীড়ামন্ত্রী ছিলাম তবুও এই কথা বলছি। তবে এতে খেলোয়াড়দের দোষ দিচ্ছি না।
এদিকে, সেসময়কার শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে আলুথগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দুজনেই অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ হাজির করার দাবি তুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।