স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার মাটিতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। এ আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল। ইতালির কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে গেছে সেলেসাওরা।
রোববার মেন্দোজার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় ইতালি-ব্রাজিল। এ ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইতালি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছেন নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলে ইতালি। এতে ম্যাচের ১১তম মিনিটেই ব্রাজিলের গোলরক্ষক মিকায়েলের চোখ ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে প্রথম বল পাঠায় মাতেও প্রাতি। এরপর ম্যাচের ২৮ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন সিজার ক্যাসেডেই।
৩৫তম মিনিটে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। অবশ্য সেই সুযোগ হাতছাড়া করেননি সিজার ক্যাসেডেই। দুর্দান্ত শটে মিকায়েলকে পরাস্ত করে দলের তৃতীয় গোলটিও করেন তিনি। এতে ৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে মাঠে ফিরেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ৭২ মিনিটে ইতালির জালে বল পাঠিয়ে ব্যবধান কমান মার্কোস লিওনার্দো। এর পনেরো মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে আবারো গোল করেন লিওনার্দো।
তবে ম্যাচ শেষের বাঁশি বেজে ওঠার আগে আর কোনো গোল করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। এতে ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করতে হলো সেলেসাওদের।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ডি গ্রুপে ব্রাজিলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইতালি। তার নিচেই রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। আর প্রথম ম্যাচটি হেরে তিনে ব্রাজিল ও পয়েন্ট টেবিলের তলানিতে স্থান পেয়েছে ডমিকান রিপাবলিক।
এদিকে নিজেদের প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুরুটা হয়েছে দুর্দান্ত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই উজবেকিস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে মেসি-দিবালাদের উত্তরসূরীরা।
মেসি হলেন এমবাপ্পের গোলের সাহায্যেকারী, শিরোপার আরো কাছে পিএসজি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।