স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলকে নিয়ে এমনটিই মন্তব্য করেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার জস বাটলার।
এর আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের রোষের মুখে পড়েছে আইপিএল। ক্ষুব্ধ বর্ডার জানিয়েছিলেন, করোনা-উদ্ভূত পরিস্থিতির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি পিছিয়ে যায়, তাহলে সেই জায়গায় আইপিএল করার ঘোর বিরোধী তিনি।
কিন্তু তারকা ব্যাটসম্যান বাটলার আইপিএলের প্রশংসা করে বলেছেন, আইপিএলের জন্য ইংল্যান্ডের ক্রিকেটের উন্নতি হয়েছে। গত কয়েক বছরে আইপিএলে ইংলিশ ক্রিকেটারের সংখ্যাও বেড়েছে।
বাটলার নিজেও এই টুর্নামেন্ট খেলতে চান। ২০১৬ থেকে তিনি আইপিএলে খেলছেন। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বলেছেন, আমি এই টুর্নামেন্ট খেলার জন্য মরিয়া ছিলাম। আমার মতে, বিশ্বকাপ সরিয়ে রাখলে এটাই সেরা টুর্নামেন্ট।
আইপিএল মানেই তারকার মেলা। সেই প্রসঙ্গে বাটলার বলেছেন, আইপিএলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব লড়াই হয়। ব্যাঙ্গালোর সেরা তিনটে দলের মধ্যে থাকবে। বিরাট কোহালি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকারা রয়েছে সেই দলে। অন্যদিকে যশপ্রীত বুমরা, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গার মতো সব বোলার তো রয়েছেই।
বাটলারের মতে, উঠতি ক্রিকেটার থেকে ক্রিকেট শিক্ষার্থী— সবাই আইপিএল খেলতে চায়। একসঙ্গে এত তারকার সমাবেশ বিশ্বকাপ ছাড়া আর কোথায় বা সম্ভব!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।