টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফুদ্দিন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির নিয়ম মেনে দলে যে পরিবর্তন আনা হয়েছে তাতে ভাগ্য খুলেছে সৌম্য সরকার এবং শরিফুলের।

সৌম্য ও শরিফুলকে স্কোয়াডে জায়গা দিতে বাদ পড়ার তালিকায় চলে গেছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটা অপরিহার্য ছিল বলে মনে করছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

আজ সন্ধ্যায় বিসিবি থেকে ই-মেইলের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১৪ সেপ্টেম্বর ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ১৫ জনের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও ৪ জনের নাম ঘোষণা করেন নির্বাচকরা।

মূল স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম ছিলেন ৪ জনের স্ট্যান্ডবাইয়ের তালিকায়। এই ১৯ জন নিয়েই দুবাই এবং নিউ জিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় টাইগাররা। এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগেই সুখবর পেতে পারেন সৌম্য এবং শরিফুল-এমনটাই ধারণা করা হয়েছিল।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের পর্ব শেষে বদলের তেমনই আভাস দিলেন টাইগারদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। যদিও তিনি সরাসরি কে আসবেন বা কে আসবেন না সেই বিষয়ে কিছুই বলেননি। তবে আভাস দিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা শেষে পরিবর্তনের ঘোষণা আসতে পারে দুই দিনের মধ্যেই।

আর ফর্ম, ইন্টেন্ট খেলার ধরণ এবং কন্ডিশন বিবেচনায় সৌম্য এবং শরিফুলই দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি।

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে মোট চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন শরিফুল। বল হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়ে সৌম্যও নিজের ইন্টেন্টের প্রমাণ দিয়েছেন। দুই ম্যাচে স্বার্থহীন খেলেছেন বলে রায় দিয়েছেন খোদ শ্রীরামই। যদিও দুই ইনিংসে করতে পেরেছেন মোটে ২৭ রান।

সৌম্যকে নিয়ে শ্রীরাম বলেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।’