স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু মর্যাদারই নয়, বরং আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি থাকে এখানে। প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ। যার ব্যতিক্রম হয়নি কাতার বিশ্বকাপেও। বরং এ আসরে রেকর্ড পরিমাণ প্রাইজমানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
মরুর বুকে প্রথমবারের বিশ্বকাপে চোখ ধাঁধানো স্টেডিয়াম থেকে শুরু করে নজরকাড়া বিশাল আয়োজন দেখছে ফুটবলপ্রেমীরা। টুর্নামেন্টের শুরু থেকে নানা চমক আর রোমাঞ্চ দেখেছে ফুটবলবিশ্ব।
এখন বাতাসে বাজছে বিউগলের করুণ সুর। মঞ্চ ভাঙার অপেক্ষা। গত এক মাস যে উৎসবে বুঁদ ছিল তাবৎ দুনিয়া, সে উন্মাদনার শেষের প্রতীক্ষা। ৩২ দলের মহারণ এসে ঠেকেছে সেরা চারে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল। এ আসরে বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনা, ক্রোয়শিয়া, ফ্রান্সের সঙ্গে প্রথমবারের মতো সেমিফাইনালে মরক্কো। আর আগামী শনিবার (১৭ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরের।
খেলা মানেই বিনোদন। আর বিনোদনের সঙ্গে রয়েছে অর্থের ঝনঝনানি। তার ওপর বিশ্বকাপ মানেই টাকার খেলা! রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। বিশ্বকাপ শুরুর আগে প্রাইজমানির বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার তথ্যমতে, বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলই বিপুল অঙ্কের টাকা পাচ্ছে প্রাইজমানি হিসেবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার কোটি টাকার সমান। চ্যাম্পিয়ন দল পাবে ৪২০ কোটি টাকা। রানার্সআপ পাবে প্রায় ৩০০ কোটি টাকা।
শেষ ষোল থেকে বিদায় নেয়া দলগুলোও পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দল পাবে প্রায় ১৭০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে।
কারা কত পাচ্ছে-
চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন মার্কিন ডলার
রানার্সআপ: ৩০ মিলিয়ন মার্কিন ডলার
তৃতীয় স্থান: ২৭ মিলিয়ন মার্কিন ডলার
চতুর্থ স্থান: ২৫ মিলিয়ন মার্কিন ডলার
পঞ্চম-অম স্থান: ১৭ মিলিয়ন মার্কিন ডলার
নবম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন মার্কিন ডলার
১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন মার্কিন ডলার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।