২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ আবেদন জমা পড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিপুল এই আগ্রহের পাশাপাশি টিকিটের অস্বাভাবিক উচ্চ মূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।

টিকিটের আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরপর চাহিদার তালিকায় আছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচের জন্য। এই ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও কলম্বিয়ার আইকন হামেস রদ্রিগেজের।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তৃতীয় ও শেষ ধাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায় বিভিন্ন সমর্থক সংগঠন। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, যা সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, কোনো সমর্থক যদি গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের টিকিট কিনতে চান, তবে তার খরচ ৭ হাজার ডলারের বেশি হতে পারে। ইউরোপের প্রভাবশালী সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই মূল্যবৃদ্ধিকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়ে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে এবার টিকিটের দাম বেড়েছে বহুগুণ। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার। আর ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। এবারই প্রথম বিশ্বকাপে ফিফা চালু করেছে ‘ডাইনামিক প্রাইসিং’ ব্যবস্থা, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়বে বা কমবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



