স্পোর্টস ডেস্ক: ১১ জুলাই ১৯৮২, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে যে ধারা শুরু হয়েছিল, তা এখনও চলছে। স্পেনে অনুষ্ঠিত ওই ম্যাচের ফাইনালে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান প্রতিনিধিত্ব করেছিল, ৪০ বছর ধরে শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই ক্লাবের আধিপত্য চলছে।
আগামী রোববার আর্জেন্টিনা ও ফ্রান্স লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল খেলবে। এই ম্যাচেও থাকছে বায়ার্ন ও ইন্টারের খেলোয়াড়। ৮২-এর ফাইনালে বায়ার্নের পল ব্রেইটনার, ভলফগ্যাং ড্রেমিয়ের ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে খেলেছিলেন, আর ইন্টারের প্রতিনিধিত্ব করেন জিয়ানপিয়েরো মারিনি, ইভান বোর্ডন, গ্যাব্রিয়েল ওরিয়ালি ও আলেসান্দ্রো আলতোবেলি।
৪০ বছর পেরিয়ে আসন্ন ফাইনালেও এই জার্মান ও ইতালিয়ান ক্লাবের দাপট। ইন্টারের লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। বায়ার্নের ডায়োট উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড ও লুকাস হার্নান্দেজ আছেন ফ্রান্সের হয়ে।
স্পেন ১৯৮২, ইতালি ৩- ১ জার্মানি; বায়ার্ন- পল ব্রেইটনার, ভলফগ্যাং ড্রেমিয়ার এবং কার্ল হেইঞ্জ রুমেনিগে; ইন্টার- জিয়ানপিয়েরো মারিনি, ইভান বোর্ডন, গ্যাব্রিয়েল ওরিয়ালি এবং আলেসান্দ্রো আলতোবেলি।
মেক্সিকো ১৯৮৬, আর্জেন্টিনা ৩-২ জার্মানি; বায়ার্ন- নরবার্ট এডার, লোথার ম্যাথাউসম ক্লাউস অগেনথালার এবং ডিটার হোয়েনেস; ইন্টার- কার্ল হেইঞ্জ রুমেনিগে।
ইতালি ১৯৯০, জার্মানি ১-০ আর্জেন্টিনা; বায়ার্ন- স্টেফান রয়টার, জার্গেন কোহলার, ক্লাউস অগেনথালার, রাইমন্ড আউম্যান, হ্যান্স ফ্লুগার এবং ওলাফ থন; ইন্টার- লোথার ম্যাথাউস, আন্দ্রেয়াস ব্রেহমে এবং জার্গেন ক্লিন্সম্যান।
যুক্তরাষ্ট্র ১৯৯৪, ব্রাজিল ০ (৩)-(২) ০ ইতালি; বায়ার্ন- জর্গিনহো; ইন্টার- নিকোলা বার্টি।
ফ্রান্স ১৯৯৮, ব্রাজিল ০-৩ ফ্রান্স; বায়ার্ন- বিক্সেন্তে লিজারাজু; ইন্টার- রোনালদো নাজারিও ডি লিমা এবং ইউরি জোর্কেফ।
কোরিয়া-জাপান ২০০২, জার্মানি ০-২ ব্রাজিল; বায়ার্ন- অলিভার কান, টমাস লিংক, কার্স্টেন জ্যাঙ্কার এবং জেনস জেরেমি; ইন্টার- রোনালদো নাজারিও।
জার্মানি ২০০৬, ইতালি ১ (৫)-(৩) ১ ফ্রান্স; বায়ার্ন- উইলি স্যাগনোল; ইন্টার- মার্কো মাতেরাজ্জি।
দক্ষিণ আফ্রিকা ২০১০, নেদারল্যান্ডস ০-১ স্পেন; বায়ার্ন- মার্ক ভ্যান বোমেল এবং আরিয়েন রবেন; ইন্টার- ওয়েসলি স্নেইডার।
ব্রাজিল ২০১৪, জার্মানি ১-০ আর্জেন্টিনা; বায়ার্ন- ম্যানুয়েল ন্যয়ার, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, থমাস মুলার, ফিলিপ লাম, টনি ক্রুস, মারিও গোৎজে এবং জেরোম বোয়াটেং; ইন্টার- হুগো ক্যাম্পাগনারো, রদ্রিগো প্যালাসিও এবং রিকি আলভারেজ।
রাশিয়া ২০১৮, ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া; বায়ার্ন- কোরেন্টিন টলিসো; ইন্টার- ইভান পেরিসিচ এবং মার্সেলো ব্রোজোভিচ।
ফাইনাল হারলেও মেসিদের বীরত্বে বিন্দুমাত্র ভাটা পড়বে না: মাশরাফি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।